ঝিনাইগাতীতে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর ছিদ্দিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদরের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর ছিদ্দিক ইন্তেকাল করেছেন। গত বুধবার নিজ বাড়িতে তিনি ব্রেন ষ্টোকে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর সোমবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বক্কর ছিদ্দীকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাঈম।
আজ ১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় স্থানীয় সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যথাযোগ্য মর্যাদায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিককে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সামছুল আলম, সাবেক কমান্ডার মোঃ সুরুজ্জামান আকন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কাউন্সিলের সাধারণ সম্পপাদকসহ অন্যান্যরা।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অর্নার প্রদান করে।
জানাযা শেষে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।