ঝিনাইগাতীতে থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
0
নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের ঝিনাইগাতীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানের উদ্যোগে, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি শেরপুরের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাস হতে মানুষকে নিরাপদ রাখতে মাস্ক বিতরণ করা হয়েছে।
১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ঝিনাইগাতী সদর বাজারের থানার মোড় এলাকায় রাস্তার দুই পাশে থাকা দোকানপাটের লোকজনসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) শেরপুর জোন লিডার মোঃ আসাদ মিয়া, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহম্মেদ, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার সু-পরামর্শ দেন ।