শ্রীবরদীতে সাংবাদিকের বাড়িতে চুরি
0
কে, এম, ফারুক: শ্রীবরদীতে সাংবাদিকের বাড়িতে দুধর্ষ চুরি হয়েছে। গত ৩ নভেম্বর ভোর রাতে দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফেরদৌস আলীর বাসায় ওই চুরির ঘটনা ঘটে। চোরদল মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সাংবাদিক ফেরদৌস আলী বলেন, আমি রাত ১১ টায় রাতের খাবার খেয়ে শুয়ে পরি। ভোর রাতে দেখি দরজা খোলা এবং মানিব্যাগ, কাপড় চোপড় ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং ওয়ারড্রবের ড্রয়ার খোলা। রাতের যে কোন সময় ওই চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শ্রীবরদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ওসি এস.আলম বলেন, অভিযোগ পেয়েছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।