শ্রীবরদীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনাসভা
0
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী শেরপুর) প্রতিনিধি:
শ্রীবরদীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: আনোয়ার হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: আব্দুর রউফ, উপজেলা সেনিটারী ইস্ট্রপেক্টর মাসুদর রহমান, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।