শ্রীবরদীতে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী:
শ্রীবরদী উপজেলা সদরে অবস্থিত এপি পাইলট ইনস্টিটিউশনের ২০১৭ সনের এস.এস.সি (সাধারণ ও ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, অভিভাবক সদস্য ও সাংবাদিক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা আব্দুল ওহাব, মো. ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আলীমুল আল রাজি সিপার।
একই দিন সন্ধ্যায় পৌরশহরের পুরাতন সোনালী ব্যাংকের দু’তলায় প্লাস শিক্ষা পরিবারের এস.এস.সি ২০১৭ ইং সনের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্লাস শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মো. আনোয়ারুল ইসলাম বিএসসি বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় ফানুস উড়িয়ে বিদায়ী অনুষ্ঠান উদ্বোধন করেন। বিদায়ী আলোচনায় মো. আনোয়ারুল ইসলাম বিএসসির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)