শেরপুরে জাতীয় শোক দিবস পালিত
ইমরান হাসান রাব্বী : শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
সকাল ৯ টায় কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ড. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আইনজীবি সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর প্রেস ক্লাব, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।
এসময় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পুষ্প অর্পণ শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ মুজিব পরিবারের শহীদ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে একটি শোক র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা শেষে জেলা প্রশাসনের আয়োজনে শিশুদের কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।