শেরপুরসহ ২৮ পুলিশ সুপার পদে রদবদল

আলো ডেস্ক: শেরপুরসহ সারাদেশের ২৮ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরারষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জরি করেছে।
সোমবার বিকেলে মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ সোমবার বিকালে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এদের মধ্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মো. রাশিদুল হাসানকে জয়পুরহাটের এসপি, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে সিলেট মহানগরের উপ-কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে শেরপুরের এসপি মো. মেহেদুল করিমকে কুড়িগ্রাম জেলার এসপি, পাবনার এসপি মো. আলমগীর কবিরকে ডিএমপির ডিসি, ডিএমপির ডিসি মোহাম্মদ সাঈদুর রহমান খানকে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জের এসপি এস.এম ইমরান হোসেনকে ডিএমপির ডিসি, ফরিদপুরের এসপি জামিল হাসানকে ডিএমপির ডিসি,
ঢাকার এনটিএমসির ডাটাবেজ এ্যাডমিনিস্ট্রেটর ড. এ.কে.এম ইকবাল হোসেনকে কক্সবাজারের এসপি, রাজবাড়ীর এসপি জিহাদুল কবিরকে পাবনার এসপি, ঢাকার ১১ এপিবিএনের এসপি সালমা বেগমকে রাজবাড়ীর এসপি, ময়মনসিংহ মুক্তাগাছার দ্বিতীয় এপিবিএনের এসপি মো. মবিনুর রহমানকে মাগুরার এসপি, ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি মো. নজরুল হোসেনকে ময়মনসিংহ মুক্তাগাছার দ্বিতীয় এপিবিএনের এসপি করা হয়েছে।
ঢাকা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার এস.এস.পি আবদুর রহমান খাঁনকে ঢাকা ট্যুরিষ্ট পুলিশের এসপি, জামালপুরের এসপি মোল্লা নজরুল ইসলামকে ঢাকার সিআইডির এস.এস.পি, ঝালকাঠির এসপি সুভাষ চন্দ্র সাহাকে ফরিদপুরের এসপি, পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) মো. মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গার এসপি,
মাগুরার এসপি এ.কে.এম এহসান উল্লাহকে ঢাকা নৌ পুলিশের এসপি, ঢাকা শিল্পাঞ্চল পুলিশের এসপি শেখ মিজানুর রহমানকে রাজশাহী আর.আর.এফের কমান্ড্যান্ট, রাজশাহী আর.আর.এফের কমান্ড্যান্ট বি.এম হারুন অর রশীদকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের এসপি, কক্সবাজারের এসপি শ্যামল কুমার নাথকে চট্রগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) ডিসি, এস.এম.পির ডিসি মুশফিকুর রহমানকে ঢাকা হাইওয়ে পুলিশের এসপি,
ঢাকা হাইওয়ে পুলিশের এসপি শাহীনা আমিনকে ঢাকা-১১ এপিবিএনের অধিনায়ক, ঢাকা নৌ পুলিশের এসপি মো. জোবায়দুর রহমানকে ঝালকাঠি জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের এসপি সৈয়দ হারুন অর রশীদকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অফিসের এসপি,
ঢাকা ট্যুরিষ্ট পুলিশের এসপি মো. আসাদ উল্লাহ চৌধুরীকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবির) এসএসপি, পুলিশ সদর দপ্তরের এসপি প্রলয় কুমার জোয়ারদারকে ডিএমপির ডিসি, ঢাকা এসবির এসএসপি সুলতানা নাজমা হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রফিকুল হাসান গনিকে শেরপুরের এসপি পদে বদলি করা হয়েছে।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)