নকলায় ফ্রি দাঁতের চিকিৎসা শিবির
0
মোঃ মোশারফ হোসেন, নকলা, (শেরপুর) :
শেরপুরের নকলায় বিনামূল্যে দাঁতের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী শুক্রবার সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা চলে। উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের হুজুরীকান্দার ‘মাটি’ বাংলাদেশ এর আয়োজনে এবং জার্মানের অর্থায়নে মাটি অফিসে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়। ২৫ জনের একটি দন্ত চিকিৎকের টিম ওই সেবায় অংশ গ্রহন করেন। এতে ৪৯৬ জনের ফ্রি প্রেসক্রিপশন করে দেওয়া হয়। তারমধ্যে ১২৬ জনের স্কেনিং, ১০৭ জনের ফিলিং করা সহ ৮৭ জনের নষ্ট দাঁত তোলা হয়। আয়োজকদের মধ্যে মোঃ জাহাঙ্গীর আলম লেলিন জানান, গত কয়েক বছরে তাদের মাটি অফিসের তত্বাবধানে ও জার্মানের সহায়তায় ৯৩৪ জনের ফ্রি চোখের ছানী অপারেশন করানো হয়েছে।