ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী :
সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে ৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রথম পরীক্ষার দিন সাধারণ বোর্ডের অধীনে এসএসসি ১হাজার ৫শ ৪০জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ২শ ১৫জন ও কারিগরি বোর্ডের অধীনে (ভোকেশনাল) ১শ ৫১জন পরীক্ষার্থী উপস্থিত ও ৫জন অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রাখা হয়েছে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। কেন্দ্র নিরাপত্তায় রাখা হয়েছে পুলিশ সদস্য। সকালে কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন, নির্বাহী ম্যাজেস্ট্রিট জাকির হোসেন, ওসি মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলো থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।