ঝিনাইগাতীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
0
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী :
শেরপুরের ঝিনাইগাতী মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো.নুরুল আমিন তোতা, সহকারি শিক্ষক মো. শরিফ হাসান প্রমুখ। উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান, ইউএনও এ.জেড.এম শরীফ হোসেন।